জোনাল সেটেলমেন্ট অফিস, রাজশাহীর অধীন পবা উপজেলার ৬২নং আলীগঞ্জ , চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ২০নং নিমগাছি এবং নাটোর জেলার নাটোর সদর উপজেলার ৪৩নং বড় হরিশপুর মৌজার ডিপি/খসগড়া প্রকাশনা কাজ সমাপ্ত হয়ে আপত্তি স্তর চলমান রয়েছে।। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ১৪৩নং চুনাখালী এবং ভোলাহাট উপজেলার ১৮ নং জয়গোবিন্দ মৌজার খানাপুরী কাম বুঝারত কাজ সমাপ্ত হয়ে তসদিকের অপেক্ষায় আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ১৪৯নং নিমগাছি মৌজার কিস্তোয়ার কাজ সমাপ্ত হয়ে খানাপুরী কাম বুঝারত কাজের অপেক্ষায় আছে।
ড. সিতারা বেগম, জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব)